Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Results of Oral Examination of Candidates who applied in E-Commerce Professional under Har Power Scheme
Details

তথ্য ও যোগাযোগ প্রযক্তি অধিদপ্তরের আওতায় হারপাওয়ার প্রকল্প "প্রযুক্তির সাহায্যে নারীর ক্ষমতায়ন" হতে মঠবাড়ীয়া উপজেলায় আইটি সার্ভিস প্রোভাইডার ব্যাচের ৪ টি ব্যাচের ৮০ জন মেয়েকে ল্যাপটপ প্রদান করা হয়।

উল্লেখ্য এটা হার পাওয়ারে ২য় ফেজ।

পূর্বে ১ম ফেজে ৮০ জন মেয়েকে ল্যাপটপ দেওয়া হয়েছিলো।

স্বল্প পরিসরের এই আয়োজনে উপস্থিত সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব আবদূল কাইয়ূম, আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মহোদয় এবং সমাজসেবা কর্মকর্তা।

অত্যন্ত সুশৃংখল, শান্তিপূ্র্ন এবং স্বচ্ছতার সাথে যথাযত প্রক্রিয়া মেনে ৮০ জন মেয়েকে ল্যাপটপ বুঝিয়ে দেওয়া হয়।


উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম জানান "ল্যাপটপ পেয়ে আমাদের মেয়ে গুলো অনেক দূর এগিয়ে যাবে এবং নিজেকে স্বাবলম্বী করে দেশের বেকার সমস্যার সমাধান এনং অর্থনীতিতে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে বলে আমি মনে করি।"

Images
Attachments
Publish Date
20/08/2024
Archieve Date
04/01/2025